শীতের সকালে ঘুম থেকে উঠে লেপ-কম্বল ছেড়ে বেরনোই বেশ কষ্টের কাজ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তবে শীতের সকালের আলস্য কাটানোর সহজ কিছু নিয়ম রয়েছে। নিয়মিত এগুলি অভ্যাস করলে হাতেনাতে ফল পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য ১০ থেকে ১৫ মিনিট খরচ করুন। মন দিন ধ্যানে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মেডিটেশন বা ধ্যান করলে সারাদিন আপনার মনমেজাজ শান্ত থাকবে। কাজে এনার্জিও পাবেন ভরপুর।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতের সকালে আলস্য ভাঙাতে সবচেয়ে বেশি কাজে লাগে শরীরচর্চার অভ্যাস। যোগাসন অভ্যাস করতে পারলে খুবই ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যোগাসন ছাড়াও ফ্রি-হ্যান্ড একসারসাইজ কিংবা জিমে গিয়ে ওয়ার্ক-আউট সবই আপনাকে প্রচুর এনার্জি দেবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতের সকালে ঘুম থেকে উঠে হাল্কা গরম জলে মধু আর লেবুর রস মিশিয়ে খেয়ে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এই পানীয় একাধিক শারীরিক সমস্যা যেমন দূর করে, তেমনই শরীরে এনার্জির জোগানও দেয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আলস্য কাটিয়ে সারাদিন পরিশ্রম করার জন্য এনার্জি পাওয়ার অন্যতম উৎস হল পুষ্টিকর ব্রেকফাস্ট। তাই জলখাবারে স্বাস্থ্যকর খাবার খেতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ব্রেকফাস্টের মেনুতে এমন খাবার রাখুন যা আপনাকে সারাদিন এনার্জির জোগান দেবে। তাহলে শীতের সকালে আলস্য কাটবে আপনার।

Published by: ABP Ananda
Image Source: Pexels