অনেকে বাড়িতে চিমটে জাতীয় একটি যন্ত্র দিয়ে ব্ল্যাক হেডস নিজেরাই তুলে নেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মূলত নাক এবং তার চারপাশের অংশে দেখা যায় ব্ল্যাক হেডস বা কালো ছিটে দাগ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সহজে ব্ল্যাক হেডস তুলতে চাইলে আগে একটু স্টিম দিয়ে নিতে পারলে ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তাহলে পোরসগুলির মুখ খুলে যাবে এবং আপনি সহজে ব্ল্যাক হেডস তুলে ফেলতে পারবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তবে চিমটে জাতীয় ওই যন্ত্রাংশ ব্যবহারের আগে ভালভাবে পরিষ্কার করে নেওয়া দরকার। নাহলে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে যাবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ব্ল্যাক হেডস তোলা হয়ে গেলে নাক এবং চারপাশের অংশে কোল্ড স্টিম দিতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তার ফলে উন্মুক্ত হওয়া পোরসগুলি বন্ধ হয়ে যাবে। পোরসগুলি উন্মুক্ত থাকলে ত্বকে অনেক সমস্যা দেখা দেবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এইসব পোরসের মুখে খোলা থাকলে নোংরা জমে আপনার ত্বকে আবার ব্ল্যাক হেডসের সমস্যা দেখা দেবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ব্ল্যাক হেডস এড়াতে চাইলে অয়েল ফ্রি সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। সানস্ক্রিন অয়েলি হলে নাকের চারপাশে সহজে ময়লা জমে যাবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বাড়িতে সহজে ব্ল্যাক হেডস তোলার জন্য অ্যালোভেরা জেল এবং টি-ট্রি অয়েল মিশিয়ে সারারাত লাগিয়ে রাখলে উপকার পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels