মেয়েদের কেন চুল ঝরে ? কী করে তা থেকে বাঁচবেন

অনেক মেয়েই চুল ঝরা নিয়ে খুবই উদ্বেগে থাকে। এর থেকে রক্ষা পেতে একাধিক উপায় অবলম্বন করে

চলুন জেনে নেওয়া যাক, মেয়েদের চুল কেন ঝরে ?

মেয়েদের হরমোন সংক্রান্ত পরিবর্তনের কারণে অনেক বেশি চুল ঝরে

গর্ভাবস্থা এবং পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে এর প্রভাব বেশি থাকে

মহিলাদের দ্রুত চুল ঝরার পিছনে জেনেটিক সমস্যাও একটা কারণ হতে পারে

মেয়েদের ওজনের বদলও চুলে প্রভাব ফেলে

মানসিক উদ্বেগ, বিশেষ করে অবসাদ চুল ঝরার অন্যতম একটি কারণ

আয়রন, প্রোটিন ও ভিটামিনের অভাবও চুলের স্বাস্থ্যে প্রভাব ফেলে

থাইরয়েডের সমস্যা, PCOS বা অ্যানিমিয়ার মতো স্বাস্থ্য সমস্যাও চুল ঝরার কারণ হতে পারে