দই দিয়ে চটজলদি হাল ফেরানো যায় চুলের, তার জন্য সহজ কয়েকটি মাস্ক তৈরি করতে পারেন বাড়িতেই

Published by: ABP Ananda

টক দই, অলিভ ওয়েল এবং অ্যাপল সিডার ভিনিগারের গুণে চুলের ঘনত্ব বাড়বে

Published by: ABP Ananda

টক দই, বেসন এবং অলিভ ওয়েলের গুণে চুল হবে স্মুদ, শুষ্কতা দূর হবে

Published by: ABP Ananda

টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন লেবু এবং রোজমেরি, স্ক্যাল্প পরিষ্কার হবে এবং খুসকি দূর হবে

Published by: ABP Ananda

দই এবং ডিমের মিশ্রণে চুল এবং স্ক্যাল্পের সমস্যা দুইই মিটতে পারে

Published by: ABP Ananda

দই, মেথি এবং পেঁয়াজের রস একসঙ্গে মিশিয়ে চুলে দেওয়া যেতে পারে

Published by: ABP Ananda

দই এবং অ্যাভোকাডো একসঙ্গে মিশিয়ে তাতে মধু এবং নারকেল তেল দিয়ে ব্যবহার করা যায়

Published by: ABP Ananda

কারি পাতা বাটার সঙ্গে দই মিশিয়ে ব্যবহার করা যায় চুলে

Published by: ABP Ananda

রুক্ষ, শুষ্ক চুলের সমস্যা দূর করতে দই, মধু, কলা ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda