চুলের একাধিক সমস্যা দূর করে কারিপাতা। কীভাবে ব্যবহার করলে কোন কোন সমস্যা দূর হবে, জেনে নিন।



কারিপাতা তেলে ফুটিয়ে সেই তেল স্ক্যাল্পে ম্যাসাজ করুন। নারকেল তেল নিয়ে তার মধ্যে কারিপাতা দিয়ে ফুটিয়ে নিন। তারপর ওই তেল ব্যবহার করুন।



কারিপাতা দিয়ে তেল ফুটিয়ে চুলে এবং স্ক্যাল্পে লাগালে চুল পড়ার সমস্যা কমবে। লম্বায় সঠিক মাত্রায় বাড়বে চুল।



কারিপাতা দেওয়া তেল চুলে ব্যবহার করলে বাড়বে চুলের জেল্লা। মোলায়েমও থাকবে চুল। এছাড়াও দূর হবে খুশকির সমস্যা।



কারিপাতা তেলে না ফুটিয়ে ভাল করে বেটে নিয়ে সেই কারিপাতা বাটাও ব্যবহার করতে পারেন স্ক্যাল্পে এবং চুলের লম্বা অংশে।



তেলের সঙ্গে কারিপাতার পাশাপাশি মেথি দিয়েও ফুটিয়ে নিয়ে, সেই তেল নিয়মিত চুলে এবং স্ক্যাল্পে ম্যাসাজ করতে পারবেন।



কারিপাতা নিয়মিত চুলে ব্যবহার করলে, অল্প বয়সে চুলে পাক ধরবে না। অর্থাৎ সহজে চুল সাদা হবে না। অনেক বয়স পর্যন্ত চুল কালো থাকবে।



কারিপাতার মধ্যে থাকা বিভিন্ন উপকরণ চুল পড়ার সমস্যা কমাতেও সাহায্য করে। তাই নিয়মিত ব্যবহার করতে পারেন।



কারিপাতার মধ্যে থাকা বিভিন্ন উপকরণ হেয়ার ফলিকলের মুখগুলি উন্মুক্ত করে। তার ফলে নতুন চুল গজাবে সহজে।



সাধারণত নারকেল তেলের মধ্যে কারিপাতা দিয়ে ফুটিয়ে তারপর তা ঠান্ডা করে কাচের পাত্রে রেখে দিন। এই তেল নিয়মিত ব্যবহার করলে পাবেন অনেক উপকার।