কারিপাতা খেলে সুগার কমে ? রান্নায় আমরা অনেক সময়ই ব্যবহার করি কারিপাতা। এতে থাকে ভরপুর অ্যান্টি অক্সিড্যান্টস, ফ্ল্যাভোনয়েডস। এই উপাদান আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে। আর ডায়াবিটিস বা মধুমেহ কমাতেও কাজে দেয় কারিপাতা। টাইপ ২ ডায়াবিটিসের ক্ষেত্রে প্রদাহ একটি জরুরি লক্ষণ। কারিপাতায় রয়েছে প্রদাহনাশী বহু উপাদান। ফলে রক্ত শর্করা নিয়ন্ত্রণে এটি কাজে দেয়। কারিপাতার বীজের রস শরীরে ইনসুলিনের মাত্রা বাড়ায়।