বহু বছরেও মনের
মিল হয় না অনেক সময়


কখনও আবার প্রথম দেখাতেই
বিদ্যুৎ খেলে যায় মনে


কিছু রাশির জাতক এভাবেই
আকর্ষিত হন পরস্পরের প্রতি


মিথুন ও তুলা: জুটি হিসেবে
এঁরা একেবারে আদর্শ


চুম্বকের মতো পরস্পরকে
আকর্ষণ করেন এঁরা


কন্যা ও মকর: পরস্পরের হাত ধরে
পাহাড় অতিক্রম করতে পারেন


এঁরা পরস্পরকে জীবনে
উন্নতি করতে সাহায্য করেন


কর্কট ও কুম্ভ: এঁরা পরস্পরকে
উৎসাহ জোগান জীবনে


বিপদে আপদে হাত
ছাড়েন না একেবারেই


সিংহ ও মেষ: একসঙ্গে জীবনে
সাফল্য অর্জন করেন


অভিযোগ-অনুযোগ নয়,
শুধুই ভালবাসা থাকে এঁদের জীবনে
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)