ডার্ক চকলেট খেলে কি পিরিয়ডসের যন্ত্রণা কমে ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

মাসের মধ্যে নির্দিষ্ট চার-পাঁচদিন পিরিয়ডসের সময় অনেকেরই অসহ্য যন্ত্রণা হয়।

Image Source: Freepik

অনেকে বলন এই সময় ডার্ক চকলেট খেলে পিরিয়ডসের ব্যথা নাকি কমে যায়।



ডার্ক চকলেট নিয়ে এই কথা আদৌ কি সত্যি নাকি মিথ ?

Image Source: Freepik

ডার্ক চকলেটে ভরপুর ম্যাগনেশিয়াম রয়েছে যা প্রদাহ কমায়, পেশিকে শিথিল করে।

Image Source: Freepik

জরায়ুর পেশিকেও শিথিল ও শান্ত করতে সাহায্য করে ম্যাগনেশিয়াম।



ফ্ল্যাভোনয়েডস, পলিফেনলের মত অ্যান্টি-অক্সিড্যান্টসের কারণে ব্যথা খানিক উপশম ঘটায়।

Image Source: Freepik

ডার্ক চকলেট খেলে হ্যাপি হরমোন নিঃসৃত হয় শরীরে যা স্ট্রেস কমায়, মেজাজ ভাল করে।

Image Source: Freepik

পিরিয়ডস আসার এক-দুদিন আগে থেকে এবং পিরিয়ডস শুরুর প্রথম ২ দিন ডার্ক চকলেট খাওয়া যায়।

Image Source: Freepik

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।