মাঝেমাঝেই হাত কাঁপে ? কী ঘটছে শরীরে জানেন ?

Published by: ABP Ananda
Image Source: pexels

আপনি কিছু কাজ করছেন আর ঠিক তখনই আপনার হাত কাঁপতে শুরু করে ?

Image Source: pexels

এমন অনেক পরিস্থিতি আছে, যখন আপনার হাত কাঁপে।

Image Source: pexels

কোন রোগের কারণে হাত কাঁপতে শুরু করে ? কীসের ইঙ্গিত এটি ?

Image Source: pexels

হাত কাঁপা বিভিন্ন রোগের কারণে হতে পারে।

Image Source: pexels

অনেক সময় পারকিনসন রোগের কারণেও হাত কাঁপতে পারে।

Image Source: pexels

পার্কিনসন্সের পাশাপাশি হাইপারথাইরয়েডিজমের কারণেও হাত কাঁপতে পারে।

Image Source: pexels

মাল্টিপল স্ক্লেরোসিস রোগে হাত কাঁপা শুরু হয়।

Image Source: pexels

এটি একটি অটোইমিউন রোগ যা আমাদের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে।

Image Source: pexels

এছাড়া মদ্যপান, মানসিক চাপ, উদ্বেগ এবং কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও হাত কাঁপতে শুরু করে।

Image Source: pexels