আন্ডারআর্মসের কালো দাগের জন্য স্লিভলেস পরতে পারছেন না? সমস্যা দূর হবে অনায়াসে বগলে এমন কালো দাগ হওয়াকে এড়িয়ে যাওয়া ঠিক নয় । এক পিছনে কারণ হতে পারে কোনও রোগ। অতিরিক্ত ওজন যাঁদের, তাঁদের ঘাড়ে ও বদলে কালো দাগ দেখা যায়। রক্তে ইনসুলিনের উচ্চ মাত্রা ত্বকে এ ধরনের দাগ নিয়ে আসে। যাঁদের টাইপ টু ডায়াবেটিস থাকে, তাঁদেরও বগলে কালো দাগের আশঙ্কা থাকে। পলিসিস্টিক ডিম্বাশয় সিন্ড্রোম বা হাইপোথাইরয়েডিজম , বগলের কালো ছোপের কারণ। ত্বকের এই অসুখকে acanthosis nigricans (AN)বলে। এইরকম ছোপ পড়তে পারে ঘাড়ে, গলায়, বগলে। যাঁরা insulin নেন বা corticosteroids জাতীয় ওষুধ খান তাঁদের এই সমস্যা হতে পারে। জন্ম নিয়ন্ত্রণের বড়ি দীর্ঘ দিন ধরে খেয়ে গেলে এমন ছোপ দেখা যেতে পারে। খুব কম ক্ষেত্রে পাকস্থলী, লিভার বা কোলনের ক্যান্সার হলে এমন ছোপ দেখা যেতে পারে। অনেকের এটা পারিবারিক সমস্যা হতে পারে। উচ্চ রাসায়নিক যুক্ত দ্রব্য দিয়ে বডি হেয়ার রিমুভ করলে এমনটা হতে পারে। কিছু ডিওডোরেন্ট ব্যবহারেও এমন দাগ হতে পারে। তবে তা বিরল।