প্রাকৃতিকভাবে জল ঠান্ডা থাকে কলসিতে, যা পানে তৃপ্তি মেলে



এই পাত্রে রাখে জল পানে মেটাবলিজ়ম বাড়ে, হজম ক্ষমতাও বৃদ্ধি পায়



শরীরের ph লেভেল বজায় থাকে এই জল পান করলে



ডিটক্স করতে সাহায্য করে, শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় এই জল পানে



ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়ামের মতো খনিজ পদার্থ বাড়ে



এই পাত্রে রাখা জল পান করলে অ্যাসিডিটি দূর হতে পারে



প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জল



প্লাস্টিকের বোতল বদলে কলসিতে জল রাখলে তা পরিবেশ বান্ধব



এই পাত্রে জল রাখলে আলাদা করে কেমিক্যালের প্রয়োজন হয় না



মাটির পাত্রের গন্ধ যাঁদের পছন্দ তাঁরা এই জল পান করতে পারেন