শরীরে রক্তের অভাব হলে মানুষ অসুস্থ হয়ে পড়ে

এই পরিস্থিতিতে শরীরকে নানা সমস্যায় পড়তে হয়

শরীরে রক্তের অভাব কী করে হয় ?

শরীরে কিছু পুষ্টির অভাবে এই সমস্যা হয়

যেমন- আয়রন, ফোলিক অ্যাসিড ও ভিটামিন বি-১২

যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন

যেমন- শরীরে রক্তের অভাব বা ক্যানসার ইত্যাদি

দুর্ঘটনায় কোনও অঙ্গ থেকে বেশি রক্তে বেরিয়ে গেলে রক্তের অভাব হয়ে যায়

ম্যালেরিয়া, ডেঙ্গি, পোলিও ও টাইফয়েডের মতো রোগেও শরীরে রক্তের অভাব হয়ে যায়

অনেক সময় শরীরের অটো-ইমিউন সিস্টেম ঠিকঠাক কাজ করে না। তখনও রক্তের অভাব হয়ে যায়