প্রাণঘাতী এই পরিবেশ হতে পারে মৃত্যুর কারণও, সতর্ক করছেন চিকিৎসকরা



হার্ট অ্যাটাক থেকে স্ট্রোক - বায়ু দূষণের নানারকম ক্ষতিকর প্রভাব নিয়ে সতর্ক করা হচ্ছে



বায়ু দূষণ থেকে COPD, হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং শ্বাসপ্রশ্বাসজনিত সংক্রমণ হতে পারে



দেখে নেওয়া যাক, বায়ু দূষণের প্রভাব সবথেকে বেশি পড়ে কাদের উপরে



কেন্দ্রীয় সরকারি তথ্য বলছে, ৫ বছর ও ৫ বছরের বয়সের নিচের শিশুদের সবথেকে বেশি ক্ষতি হতে পারে চরম বায়ু দূষণের কারণে



এছাড়াও, অন্তঃসত্ত্বা মহিলা, রেসপিরেটরি কার্ডিওভাস্কুলার ও সেরিব্রোভাস্কুলার সমস্যায় ইতিমধ্যেই ভুগছেন যাঁরা, তাঁদের আশঙ্কা বেশি



অপুষ্টিতে ভুগছেন যাঁরা, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীরা যাঁদের স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা রয়েছে, তাঁরা ক্ষতিগ্রস্ত হতে পারেন



খড়কুটো জ্বালিয়ে রান্না করেন যাঁরা, তাঁরাও বায়ু দূষণের দ্বারা সবথেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন



সবসময় কাজের সূত্রে বাইরেই থাকতে হয় যাঁদের, যেমন - ট্রাফিক পুলিশ, ট্রাফিক ভলান্টিয়ার, ঝাড়ুদার, রিকশচালক দূষণের শিকার হতে পারেন



এছাড়াও অটোরিকশ চালক, ড্রাইভার, হকার ও পেশাগত কারণ বাইরেই কাটাতে হয় যাঁদের, তাঁরা বায়ু দূষণের শিকার সবচেয়ে বেশি হতে পারেন