টুকরো করে কাটা শশা, টাটকা পুদিনা পাতা জলে ভিজিয়ে ঘণ্টা দুয়েক ফ্রিজে রাখুন। সারাদিন ধরে খেতে পারেন এই ডিটক্স ওয়াটার।



পাতিলেবুর টুকরো, কুচি কুচি করে কাটা আদা মিশিয়ে নিন জলে। সারারাত ফ্রিজে রাখুন। খাওয়ার আগে ছেঁকে নিন।



১ চামচ অ্যাপল সিডার ভিনেগার জলে মিশিয়ে তাতে এক মুঠো বেরি দিন (ব্লুবেরি, রাস্পবেরি)। মধু দিতে পারেন। মিশিয়ে কয়েক ঘণ্টা রাখুন ফ্রিজে।



গরম জলে গ্রিন টি ডুবিয়ে ঠান্ডা করুন। এরপর একটা বড় পাত্রে এর সঙ্গে পাতিলেবু মিশিয়ে ঘণ্টা দুয়েক ফ্রিজে রাখুন। বরফ দিয়ে সার্ভ করুন।



বড় পাত্রে গ্রেপফ্রুটের টুকরো, রোজমেরি দিয়ে জল ভরে নিন। ঘণ্টা ২ ফ্রিজে রেখে পরিবেশন করুন।



কমলালেবুর টুকরো ও দারুচিনি এক পাত্র জলে মিশিয়ে ফ্রিজে রাখুন ঘণ্টা ২। ঠান্ডা ঠান্ডা উপভোগ করুন।



টুকরো টুকরো স্ট্রবেরির সঙ্গে টাটকা তুলসি পাতা এক পাত্র জলে মিশিয়ে কয়েক ঘণ্টা ফ্রিজে রাখলে ফ্লেভার খোলে।



টুকরো করে কাটা তরমুজ ও পুদিনা পাতা এক বড় পাত্র জলে মিশিয়ে রেখে ফ্রিজে রাখুন। ২ ঘণ্টা পর খেয়ে নিন।



টুকরো আনারসের সঙ্গে পুদিনা পাতা এক বড় পাত্র জলে ভিজিয়ে ফ্রিজে রাখুন। কয়েক ঘণ্টা পর উপভোগ করুন।



পাতিলেবুর টুকরো, শশার টুকরোর সঙ্গে অ্যালোভেরা জেল (প্রাকৃতিক) একটি বড় পাত্রে মিশিয়ে ২ ঘণ্টা ফ্রিজে রাখুন। খাওয়ার আগে ছেঁকে নিন।