হাইপোগ্লাইসেমিয়া বা hypoglycemia, ব্লাড সুগারের রোগীদের ক্ষেত্রে একটি সাধারণ সমস্যা।



রক্তে যে পরিমানে গ্লুকোজ থাকা দরকার, তার থেকে কমে গেলেই বলে হয় hypoglycemia



ব্লাড সুগারের ওষুধ যখন প্রথম প্রেসক্রাইব করা হয় কাউকে, তখন রোগীদের হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে কয়েকটি লক্ষণ বলে দেওয়া হয়।



মাথা ঝিমঝিম করা , মাথা ঘোরা , অতিরিক্ত ঘাম হওয়া এর লক্ষণ



ঘাম হওয়া । এই ঘাম মোটেই কঠোর পরিশ্রমের পরে হওয়া ঘাম নয়। এগুলিকে বলা হয় কোল্ড সোয়েট।



বেশি খিদে পাওয়া , গলা শুকিয়ে যাওয়া এই সমস্যার কমন লক্ষণ।



মডারেট হাইপোগ্লাইসেমিয়া রোগীদের মধ্যে ঝিমুনি বা ঘুমের ভাব বেশ হয়। সেটা বেশ খারাপ।



সিভিয়ার hypoglycemia র ক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে।



কোনও কোনও ক্ষেত্রে কোমায় চলে যেতে পারে রোগী।
তাই সেক্ষেত্রে শিরার মধ্যে ইঞ্জেকশন বা ইনট্রাভেনাস ইঞ্জেকশন দিতে হয়।



দ্রুত হাসপাতালে ভর্তি করে মনিটরিং করতে হয়। বিশেষ এক ধরনের স্যালাইনও দিতে হয়।