কিডনি শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ।



কিডনির অসুখ শরীরের বাকি অর্গান গুলিকে প্রভাবিত করে।



কিডনি ফুলতে শুরু করলে তার ইঙ্গিত মেলে নানা ভাবে।



প্রস্রাবের রং ও গন্ধ পরিবর্তন খারাপ লক্ষণ। প্রস্রাবের রং গাঢ় হতে পারে (বাদামী বা গোলাপী দেখায়) ।



প্রস্রাব করার সময় জ্বালার অনুভূতি, ঘন ঘন প্রস্রাব হওয়া ও ফেনা হওয়া খারাপ



মুখ, পা, গোড়ালি এবং চোখের নীচে ফোলা ভাব দেখা দিলে সতর্ক থাকুন



খিদে কমে যাওয়া, বমি-বমি ভাব হলে সতর্ক থাকুন



কুঁচকিতে বা পিঠের নিচের অংশে ব্যথা হলে সতর্ক থাকুন।