স্নান করে এসেই ঘুমিয়ে পড়েন ? অজান্তেই আসতে পারে এই বিপদ

Published by: ABP Ananda
Image Source: pexels

গরমকালে অনেকে রাতে স্নান করে সরাসরি ঘুমোতে যান। এই অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

Image Source: pexels

স্নান করলে শরীরের ত্বক ও চুলে আর্দ্রতা আসে এবং সঙ্গে সঙ্গে ঘুমালে তা ঠান্ডা লাগার কারণ হতে পারে।

Image Source: pexels

স্নান করার পর শরীরের তাপমাত্রা সামান্য কমে যায় এবং এমন অবস্থায় সরাসরি পাখা বা এসির নিচে শোয়া ক্ষতিকর হতে পারে।

Image Source: pexels

এতে পেশিগুলিতে টান ধরার মতো সমস্যা হতে পারে।

Image Source: pexels

রাতের বেলা স্নানের পর চুল ও শরীর ভালোভাবে শুকিয়ে নেওয়া খুব জরুরি।

Image Source: pexels

স্নান ও ঘুমের মধ্যে অন্তত ৩০ মিনিটের ব্যবধান রাখা উচিত।

Image Source: pexels

কিছু লোক স্নানের পরপরই ক্লান্তি বা মাথাব্যথা অনুভব করেন।

Image Source: pexels

এই অভ্যাসটি দীর্ঘমেয়াদে প্রতিরোধ ক্ষমতাও দুর্বল করতে পারে।

Image Source: pexels

স্নান করার পর কিছুক্ষণ হাঁটা ভালো অভ্যাস।

Image Source: pexels