প্রায়ই অম্বলের সমস্যায় ভোগেন আপনি ? তাই যা হয়, তাতেই মনে করেন গ্যাসের সমস্যা ? বুকে যন্ত্রণা হলেও মনে করছেন গ্যাসের সমস্যা। এই সব ভেবে বড় অসুখকে অবহেলা করছেন না তো ? গ্যাসের ব্যথা আর হার্ট থেকে হওয়া বুকে ব্যথার চরিত্র আলাদা। সেটা না বুঝলেই বিপদ। বুকে ব্যথা হলেই অ্যান্টাসিড খেয়ে নেন ? চাপ লাগছে, নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে? বিষয়টা নিত্যদিনের হয়ে গেলে অবহেলা করবেন না। হাতের ব্যথা, গলায় অস্বস্তি, নিঃশ্বাস নিতে সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন। বুকে চাপ ,অস্বস্তি , সেই সঙ্গে যদি বারবার ঢেকুড় উঠলে সতর্ক করুন। রাতে হঠাৎ ঘুম ভেঙে বুকে ব্যথা বা নিঃশ্বাস নিতে কষ্ট হলে জানবেন অম্বল নাও হতে পারে। ওভার দ্য কাউন্টার অ্যান্টাসিড খেয়ে বারবার এই সব অস্বস্তি ঢাকা দেওয়ার চেষ্টা করা বোকামি। আপনি কি ৪০ এর ঊর্ধ্বে ? ধূমপান বা মদ্যপান করেন ? হাই প্রেসার আছে ? তাহলে এখনই সতর্ক হোন। বুকের ব্যথা যদি একেবারে মাঝখান থেকে শুরু হয়, সাবধান হোন। এই অস্বস্তি চলে গিয়েও ফিরে আসে। এটাই হার্টের অসুখের লক্ষণ।