Image Source: Freepik

কাঁচা নুন রক্তচাপ বাড়িয়ে দিতে পারে।

Image Source: Freepik

একই সঙ্গে এটি হার্টের রোগ ও স্ট্রোকের কারণ।

Image Source: Freepik

কাঁচা নুন খাওয়ার অভ্যাস ছাড়তে প্রথমেই টেবিল থেকে নুনের পটটি সরিয়ে দিন।

Image Source: Freepik

রান্নায় নুনের ব্যবহারও সীমিত করা ভাল। তাই ভিনিগার ব্যবহার করতে পারেন পদ বুঝে।

Image Source: Freepik

ভিনিগার নানা স্বাদের হয়। এটি নুনের প্রয়োজনীয়তাকে কমিয়ে দেয়।

Image Source: Freepik

পাতিলেবুর রস দিয়ে বেশ কিছু সুস্বাদু পদ হয়। পাতে পাতিলেবু নিলে আর নুনের দরকার পড়বে না।

Image Source: Freepik

মরিচের ঝাল নুনের চাহিদা অনেকটা মেটাতে পারে। তাই পাতের পাশে অল্প মরিচ গুঁড়ো রাখতে পারেন।

Image Source: Freepik

নুনের মতোই অনেকে লঙ্কা খেতে ভালবাসেন। তাই পাতের পাশে লঙ্কাও রাখতে পারেন নুনের বদলে।

Image Source: Freepik

রান্না করার সময় ধনেপাতা ব্যবহার করুন। এটি খাবারের স্বাদ নিয়ন্ত্রণ করে। ফলে আলাদা করে নুন লাগে না।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখার দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি চিকিৎসকের মত নিন।