শুষ্ক ত্বকের সমস্যা এখন ঘরে ঘরে, বিশেষ করে শীতকালে এই সমস্যা বেশি করে দেখা দেয়।
শীতে ত্বক আর্দ্র রাখতে সবার আগে যেটা প্রয়োজন, সেটা হল ত্বক পরিস্কার রাখা আর ত্বককে ময়েশ্চরাইডজ রাখা।
বেশ কিছু ঘরোয়া টোটকা রয়েছে, যেগুলির সাহায্যে ঘরে বসেই শুষ্ক ত্বকের মতো সমস্যার সমাধান করা যায়।
ত্বককে আর্দ্র রাখতে প্রথমেই উচিত পর্যাপ্ত জল পান করা, এতে ত্বক আর্দ্র থাকে।
স্নানের পরে, নিয়মিত ত্বকে ময়েশ্চরাইজার লাগান, সঙ্গে মিশিয়ে নিতে পারেন অর্গ্যান অয়েল।
শুষ্ক ত্বকের জন্য নারকেল তেল ব্যবহার করতে পারেন, এতে ত্বক অনেকক্ষণ ধরে আর্দ্র থাকে।
শুষ্ক ত্বকের জন্য মধু উপকারী, শুষ্ক ত্বকে নিয়মিত মধু লাগালে ত্বকের আর্দ্রতা ধরে রাখা যায়।
প্রতিদিন যোগাসন করলে ত্বকের আর্দ্রতা ধরে রাখা যায়, জেনে নিতে হবে যোগার সঠিক নিয়ম।
ত্বকের শুষ্কতা কমাতে রোদে কম বের হন, এতে ত্বক বেশিক্ষণ আর্দ্র থাকবে।
শুষ্ক ত্বকের জন্য ঘি ভীষণ উপকারী, নিয়মিত ত্বকে ঘি লাগাতে পারলে ত্বক আর্দ্র থাকে।