শরীরে আয়রনের অভাব, এভাবেও জানান দিতে পারে।

Published by: ABP Ananda
Image Source: pexels

আমাদের শরীরের বৃদ্ধি এবং সার্বিক সুস্বাস্থ্যের জন্য আয়রন অপরিহার্য।

Image Source: pexels

শরীরে আয়রনের ঘাটতি ভারতীয় মহিলাদের খুব সাধারণ সমস্যা কিন্তু গুরুতর সমস্যা

Image Source: pexels

শরীরে আয়রনের অভাব থাকলে আমাদের বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয়

Image Source: pexels

আসুন জেনে নিই আয়রনের অভাবে কী কী ক্ষতি হতে পারে

Image Source: pexels

আয়রনের অভাবে রক্তাল্পতা হতে পারে, যার ফলে আমাদের শরীরে লোহিত রক্তকণিকা (RBC)-র অভাব দেখা দেয়।

Image Source: pexels

আয়রনের অভাবে শরীরে ক্লান্তি ও দুর্বলতা অনুভব হতে থাকে।

Image Source: pexels

লোহার অভাবে চুল পড়া, ত্বক হলুদ হওয়ার মতো সমস্যা হতে পারে।

Image Source: pexels

এইটির অভাবে শিশুদের বৃদ্ধি ও সার্বিক বিকাশে বিলম্ব হতে পারে

Image Source: pexels

আয়রনের জোগান পেতে পারেন মাছ, বিনস, পালং শাক থেকে।

Image Source: pexels