Image Source: Pixabay

দাঁত তো রোজই মাজেন। কিন্তু অনেকেই জিভ সাফ করেন না।

Image Source: Pixabay

মুখের দুর্গন্ধ নিয়ে অনেকে প্রায়ই নাজেহাল হন। জিভ সাফ না করাই তার বড় কারণ।

Image Source: Pixabay

জিভের মধ্যে দীর্ঘদিন ধরে ব্যাকটেরিয়া জমতে থাকে। এর থেকে পেটের সমস্যাও হতে পারে।

Image Source: Pixabay

স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের কথায়, জিভের ব্যাকটেরিয়া অম্বলের কারণ হতে পারে।

Image Source: Pixabay

অম্বল বা চোঁয়া ঢেকুর, গলা জ্বালা গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিজিজের মধ্যে পড়ে। একে জিইআরডিও বলে।

Image Source: Pixabay

এর অন্যতম কারণ জিভে জমতে থাকা ব্যাকটেরিয়া।

Image Source: Pixabay

নিয়মিত জিভ সাফ না করলে জিভের উপর মৃত কোশ জমতে থাকে। এর থেকে জিভের রংও বদলে যায় কিছুটা।

Image Source: Pixabay

আলাদা করে টাং ক্লিনার ব্যবহার করতে অনেকেরই ইচ্ছে করে না। সেক্ষেত্রে ব্রাশের পিছন দিয়েই জিভ সাফ করা যায়।

Image Source: Pixabay

এছাড়াও, পাঁচ ভাগ জলের সঙ্গে একভাগ হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে দাঁত ব্রাশ করতে পারেন। তাতেও দাঁত সাফ থাকে।

Image Source: Pixabay

সাধারণভাবে সুস্থ পরিস্কার জিভের রং গোলাপি। জিভ সাফ করার সময় রঙের দিকেও খেয়াল রাখা জরুরি।