Image Source: Pixabay

নখ বড় রাখতে অনেকেই ভালবাসেন।

Image Source: Pixabay

আর পাঁচজনে পারেন না এমন অনেক কাজই তাঁরা নখের সাহায্যে অনায়াসে করে ফেলেন।

Image Source: Pixabay

তবে নখ রাখলে তার কিছু খেয়াল রাখাও জরুরি‌। কারণ নখ থেকে বেশ কিছু রোগ ছড়াতে পারে।

Image Source: Pixabay

নখ বড় থাকলে তাতে নানারকম ব্যাকটেরিয়া জমার আশঙ্কা থাকে।

Image Source: Pixabay

পাশাপাশি ময়লা জমার হারও বাড়ে। ছোট নখে সেই আশঙ্কা কম।

Image Source: Pixabay

পেটের নানা সংক্রমণের কারণ নখ। বড় নখ রাখলে সেই ঝুঁকি আরও বেড়ে যায়।‌

Image Source: Pixabay

নখ বড় রাখার আরেকটি সমস্যা অন্যের আঘাত লাগার ভয়। ভুলবশত যা অনেকেই করে ফেলেন।

Image Source: Pixabay

বিশেষজ্ঞদের কথায়, নখ রাখতে হলে নিয়মিত তাঁর যত্ন নেওয়া জরুরি।

Image Source: Pixabay

মুখে আঙুল দেওয়ার প্রবণতা অনেকেরই থাকে। এই সময়ও সতর্ক থাকা জরুরি।‌

Image Source: Pixabay

নখের ঠিকমতো যত্ন নিতে না পারলে নিয়মিত নখ কাটাই সেরা বিকল্প।