স্কুলে প্লাস্টিকের টিফিন বক্সে খাবার দিচ্ছেন বাচ্চাদের ?
বাচ্চার শরীর ভাল থাকবে তো ? খেয়াল রেখেছেন ?
প্লাস্টিকে থাকা রাসায়নিক খাবারে মিশলে হতে পারে বিপদ।
বাচ্চার শরীরে মাইক্রো প্লাস্টিক মিশে তাঁকে অসুস্থ করে তুলতে পারে।
এই টিফিন বক্স ভাল করে না ধুলে এতে ব্যাকটেরিয়া জমতে পারে।
আর ধোয়ার কারণে প্লাস্টিকের স্তর খাবারে মিশে যেতে পারে।
এজন্য স্টিলের পাত্র বা টিফিন বক্স ব্যবহার করাই শ্রেয়।
প্লাস্টিকের জলের বোতলও বাচ্চাদের জন্য নিরাপদ নয়।