লোহার কড়াইতে এই রান্না ভুলেও নয়

Published by: ABP Ananda
Image Source: Pixabay

লোহার কড়াইতে রান্না করা খাবার স্বাস্থ্যের পক্ষে খুবই ভাল।

Image Source: Pixabay

তবে লোহার কড়াইতে রান্নার ক্ষেত্রেও কিছু সতর্কতা মানতে হবে।

Image Source: Pixabay

বিশেষজ্ঞদের মতে কিছু কিছু খাবার লোহার কড়াইতে রান্না করা উচিত নয়।

এর মধ্যে রয়েছে অ্যাসিডিক খাবার, পালং শাক, বিট, ডিম ইত্যাদি।

Image Source: Pixabay

লেবু, ভিনিগার দিয়ে লোহার কড়াইতে রান্নায় আয়রন খাবারের মধ্যে মিশতে পারে।

Image Source: Pixabay

সবুজ শাকসবজি লোহার কড়াইতে রাঁধলে দ্রুত কালচে হয়ে যায়।

Image Source: Pixabay

লোহার কড়াইতে টমেটো বেশিক্ষণ নাড়াচাড়া করলে তা খাবারের স্বাদ বদলাতে পারে।

Image Source: Pixabay

এমনকী এই কারণে স্বাস্থ্যজনিত ঝুঁকিও বাড়তে পারে।

Image Source: Pixabay

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Image Source: Pixabay