বাজার থেকে প্রসাধনী
কিনে মাখলেই হল না


কোন জিনিস কখন মাখবেন,
সঠিক সময় জানা জরুরি


প্রত্যেক প্রসাধনীতে কিছু
বিশেষ উপাদান থাকে


সেগুলি দিনের নির্দিষ্ট সময়ে
ত্বকে পৌঁছনো জরুরি


তাই কখন কী মাখবেন
জেনে নিন এখনই


মুখ পরিষ্কার করে সকাল ৯টা
নাগাদ সুদিং কোনও জেল মাখুন


সকাল ১০টা নাগাদ বাইরে বেরনোর
আগে ময়শ্চারাইজার ও সানস্ক্রিন


ময়শ্চারাইজার লাগানোর কিছু ক্ষণ
পর সানস্ক্রিন, ২০ মিনিট পর বেরোন


দীর্ঘক্ষণ এসিতে থাকলে
ত্বক শুষ্ক হয়ে যায়


বেলা ১২টা নাগাদ
ফেস মিস্ট স্প্রে করুন মুখে


২টো নাগাদ ফের
একবার সানস্ক্রিন মাখুন


বিকেল ৪টে নাগাদ
ময়শ্চারাইজার মাখুন


রাত ৯-১১টার মধ্যে
নাইট ক্রিম মেখে নিন


সঙ্গে আইক্রিমও মাখুন,
এতে ত্বক থাকবে তরতাজা
পদ্ধতি প্রয়োগের আগে পরামর্শ নিন বিশেষজ্ঞের