পেটের কিছু জায়গায় ব্যথা হওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে

অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে পেট ব্যথা হওয়া আজকাল সাধারণ বিষয় হয়ে উঠেছে

যার মুখ্য কারণ হতে পারে, অনেকেই এমন খাবার খান যা পাচনতন্ত্রকে প্রভাবিত করে

চলুন জেনে নেওয়া যাক, পেটের কোন জায়গায় ব্যথা হওয়া ঝুঁকিপূর্ণ

পেটের উপরের ডানদিকে ব্যথা হওয়া আশঙ্কার হতে পারে

যদি পেটের উপরিভাগের ডানদিকে লাগাতার ব্যথা হয়, তার অর্থ এই সমস্যা গুরুতর

এই অংশে লাগাতার ব্যথা গলব্লাডারের সমস্যার কারণে হতে পারে

এছাড়া এই ব্যথা লিভারের সমস্যার কারণেও হতে পারে

পেটের উপরের অংশে জোর ব্যথা হলে পিত্রাশয়ের সমস্যার কারণে হতে পারে

পেটের নীচের অংশে ডান দিকে ব্যথা হলে, অ্যাপেনডিসাইটিসের সমস্যা হতে পারে