লেবুর রসের একাধিক গুণ, কার্যকারিতা বাড়ে আরও কিছু উপাদান যোগ করলে

Published by: ABP Ananda

হজমের পাশাপাশি শরীরে পুষ্টি উপাদানের পথও সহজ হয় তাতে

Published by: ABP Ananda

লেবুর জলে পুদিনা পাতা দিলে যেমন সহজে হজম হয় তেমনই মুখের স্বাদ পরিবর্তন করতে পারে

Published by: ABP Ananda

প্রদাহ দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে লেবুর জলে আদা মিশিয়ে খেলে

Published by: ABP Ananda

অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে তুলসীতে, যা লেবুর জলের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়

Published by: ABP Ananda

খনিজ পদার্থে সমৃদ্ধ ব্ল্যাক সল্ট লেবুর রসে মেশালে স্বাদ বাড়ে, হজম ক্ষমতাও বৃদ্ধি পায়

Published by: ABP Ananda

ফাইবার, ওমেগা থ্রি, প্রোটিন রয়েছে চিয়া সিডসে, লেবুর জলে মিশিয়ে খেলে পেটও ভরা থাকে অনেকক্ষণ

Published by: ABP Ananda

লেবুর রসের সঙ্গে শসা মিশিয়ে খেলে শরীর হাইড্রেট থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ে

Published by: ABP Ananda

অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে মধু রয়েছে, যা স্বাদের ভারসাম্য রাখতে পারে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda