খেলব হোলি রং দেব না তাই কখনও হয়?



হোলিতে রং খেলার অনুভূতি তো দারুণ, কিন্তু রং তুলতে প্রাণ ওষ্ঠাগত হয়।



হোলি খেলার আগেই যদি কয়েকটি টিপস মাথায় রাখেন, তাহলে রং ওঠাতে ঝামেলা হবে না।



অনেকেই বলেন হোলি খেলতে নামার আগে সারা ত্বকে চুপচুপে করে তেল মাখতে ।



আবার কারও সাজেশন, পেট্রোলিয়াম জেলা। সারা মুখে, হাতে পায়ে মেখে নিলেই হল।



কিন্তু অনেকেরই তৈলাক্ত ত্বক। তার উপর তেল মাখলে ত্বকে ব়্যাশ বেরোতে পারে।



তাছাড়া হোলি তো খেলা হয় রোদে। ভেসলিন বা তেল মেখে রোদে বেরতে 'না'ই করেন অনেকে।



তাই বেছে নিন ভাল কোম্পানির সানস্ক্রিন। যা ত্বকের উপর একটি লেয়ার তৈরি করবে ।



সানস্ক্রিন রোদের তেজ থেকে ত্বককে রক্ষা করবে। ব়্যাশও বেরোবে না।



চুল বাঁচাতে চাইলে অয়েল ম্যাসাজ নিয়ে দোল খেলতে নামতে পারেন।