Image Source: Freepik

বাসি মুখে জল খাওয়া খারাপ বলেই মনে করেন অনেকে। মুখ ধুয়ে জল খেতে পরামর্শ দেওয়া হয়।

Image Source: Freepik

তবে বাসি মুখে জল খেলে ক্ষতি কিছু হয় না বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। বরং এর বেশ কিছু উপকারিতা রয়েছে।

Image Source: Freepik

মনে করা হয়, খালি পেটে মুখের ব্যাকটেরিয়াগুলি পেটে চলে যায় যা নাকি‌ খারাপ।

Image Source: Freepik

কিন্তু সকালের সময় পেটে অ্যাসিডের পরিমাণ অনেকটাই বেশি থাকে‌।

Image Source: Freepik

মুখের লালা সমেত সব ব্যাকটেরিয়া পেটে চলে যায়।

Image Source: Freepik

তাই কোনও খারাপ ব্যাকটেরিয়া থাকলেও সেটি অ্যাসিডের জেরে নষ্ট হয়ে যায়‌।

Image Source: Freepik

এতে বরং মুখ ধোওয়ার কাজ আরও সহজ হয়ে যায়‌।

Image Source: Freepik

মুখের বিভিন্ন অংশে জমে থাকা ব্যাকটেরিয়ার অনেকটাই সাফ হয়ে যায়।

Image Source: Freepik

এর পর দাঁতে লেগে থাকা ময়লা সাফ করলে গোটা মুখ পরিষ্কার হয়ে যায়।

Image Source: Freepik

অনেকে সকালে ঘুম থেকে উঠেই মুখ ধুতে চান না।