সকাল সকাল খালি পেটে জল পান করলে স্বাস্থ্যের পক্ষে উপকারী কিন্তু ব্রাশ না করেই কি জল পান করা উচিত ? জেনে রাখা দরকার, ব্রাশ না করেই জল পান করা শরীরের পক্ষে উপকারী দাঁত না মেজে জল পান করলে পাচনতন্ত্র মজবুত হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ত্বকে স্বাভাবিক ঔজ্জ্বল্য আসে মুখ থেকে আসা খারাপ গন্ধ থেকে মুক্তি পাওয়া যায় রক্তচাপ নিয়ন্ত্রণে আসে সবথেকে বড় বিষয়, শরীর হাইড্রেট থাকে ব্রাশ না করেই জল পান করা চুলের পক্ষেও উপকারী