গাঁটে ব্যথায় জেরবার? কিছুতেই কমছে না? বেশ কিছু পানীয় পান করলে মিলতে পারে উপকার



অ্যান্টি অক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী উপাদানে দূর হতে পারে এই সমস্যা



পানীয় হিসেবে রাখতে পারেন গ্রিন টি, যা স্ট্রেস দূর করার পাশাপাশি জয়েন্টের ব্যথাও সারাতে পারে



ক্যলাসিয়ামে ভরপুর দুধে মুক্তি মিলতে পারে গাঁটের যন্ত্রণা থেকে



ক্যালসিয়ামের পাশাপাশি এতে আছে ভিটামিন D এবং প্রোটিন, যা হাড় মজবুত করে



পান করতে পারেন বাড়িতে তৈরি কমলালেবুর রস



ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই পানীয় গাঁটের ব্যথা দূর করতে পারে



একইভাবে বাড়িতেই তৈরি করতে পারেন চেরির জুস



সরাসরি চেরি খাওয়ার পাশাপাশি এই ফল দিয়ে তৈরি জুস পানেও গাঁটের ব্যথা থেকে মিলবে মুক্তি



জয়েন্টের ব্যথা দূর করতে প্রয়োজন দেহকে সতেজ রাখা, তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করতেই হবে



কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।