বাইরে কোনও শব্দ নেই, অথচ কানে ভোঁ ভোঁ !



কানের ভিতরে নাগাড়ে শব্দ হয়ে চলেছে।



এরকম হলে তীব্র অস্বস্তি হয় শরীরে।



ঘুমের সময়েও কানে শব্দ হয়ে চলে।



এর ফলে কানে কম শোনেন অনেকেই।



মাথাও ঘোরাতে পারে, এই সমস্যা টিনিটাস নামে পরিচিত।



এজন্য ঠান্ডা জাতীয় জিনিস খাওয়া বাদ দিতে হবে।



টিনিটাসের সমস্যা আগে থেকে চিকিৎসা না করালে বড় বিপদ।



ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।



এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।