কান বা নাক ফুটো
প্রায় সকলেই


তার পর ঠিক কী কী করণীয়
জানা থাকে না অনেকেরই


কান বা নাক ফুটোর
পর কী করণীয় জানুন



কান ফুটো করলে
স্নান থেকে বিরত থাকবেন না

দিনে একবার অন্তত
ভাল করে স্নান করুন


তাড়াতাড়ি ক্ষত শুকনোর
ব্যবহার করুন মলম


কানের দুল থেকে অ্যালার্জি হলে
সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান


কান ফোটানোর পর বার বার
জ্বর এলে বুঝতে হবে সংক্রমণ হয়েছে


সাধারণত ৬ সপ্তাহ পরই
কান একেবারে ঠিক হয়ে যায়


অন্যথায় চিকিৎসকের
সাহায্য নিতে হবে