রান্নাঘর সুন্দর করে সাজালেই হবে না, দূর করতে হবে পোকামাকড়ও



বিশেষত রান্নাঘরে দেখা যায় আরশোলা, যা একাধিক রোগ বয়ে নিয়ে আসে



যেখানে রান্না করছেন সেই জায়গাটা কী অবস্থায় আছে সেদিকেও খেয়াল রাখতে হবে



যতটা সম্ভব রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তবেই দূর হবে আরশোলা



রান্নাঘরের তাক, বেসিন সহ রান্নার পাত্র এবং বাসনপত্র নিয়মিত পরিষ্কার রাখতে হবে



রান্নাঘরে যেসব জায়গায় গর্ত বা ফাঁকা রয়েছে তা বুজিয়ে ফেলতে হবে



যেমন ক্যাবিনেট, দেওয়াল বা রান্নাঘরের মেঝেতে কোনও ফাঁক দেখা গেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে



খাবার সহ মশলা বা অন্যান্য জিনিস কৌটোতে রাখলে ভাল করে মুখ বন্ধ রাখতে হবে



কোনও পাইপ বা কল থেকে জল যদি বেরোতে থাকে, তাহলে তা দ্রুত রোধ করতে হবে



রান্নাঘরে কোনও আবর্জনা জমতে দেবেন না, ডাস্টবিন সবসময় রাখুন বাইরে, তাহলে আরশোলা থাকবে দূরে