চুলের বিশেষ যত্নের জন্য অনেকেই ঘরোয়া উপাদানের উপর নির্ভর করেন
এমনই এক সহজলভ্য উপাদান হল চাল
চাল ভেজানো বা চাল ধোয়া জলের গুণে দূর হতে পারে চুলের একাধিক সমস্যা
এই জল তৈরির আগে অবশ্যই চালের নোংরা ধুয়ে ফেলতে হবে
ভাত বসানোর আগে শেষবার চাল ধোয়া যে জল সেই জল ব্যবহার করতে হবে চুলে
চুল ধোয়া বা শ্যাম্পু করার পর সবশেষে এই জল ঢালতে হবে
চাল ধোয়া জলে আছে ভিটামিন B, E, অ্যামিনো অ্যাসিড, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট
এই জল চুল স্মুদ রাখে এবং জেল্লা বাড়ায়
প্রতিদিনের এই জলের ব্যবহারে চুল গোড়া থেকে মজবুত হয় এবং নতুন চুল গজায়
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।