লিভারের সমস্যা শুরু হলে আমাদের শরীরে বেশ কয়েকটি উপসর্গ দেখা দেয়। সেগুলি কী কী জেনে নেওয়া জরুরি।
ABP Ananda

লিভারের সমস্যা শুরু হলে আমাদের শরীরে বেশ কয়েকটি উপসর্গ দেখা দেয়। সেগুলি কী কী জেনে নেওয়া জরুরি।



এই উপসর্গগুলি সাধারণ বলে অনেকেই হয়তো অবহেলা করেন। আর তাতেই আরও বেড়ে যায় লিভারের সমস্যা। তাই সতর্ক থাকা জরুরি।
ABP Ananda

এই উপসর্গগুলি সাধারণ বলে অনেকেই হয়তো অবহেলা করেন। আর তাতেই আরও বেড়ে যায় লিভারের সমস্যা। তাই সতর্ক থাকা জরুরি।



লিভারের সমস্যা শুরু হলে আপনার খাবার দেখলেই গা-গোলাবে, বমি পাবে। একেবারেই খিদে থাকবে না।
ABP Ananda

লিভারের সমস্যা শুরু হলে আপনার খাবার দেখলেই গা-গোলাবে, বমি পাবে। একেবারেই খিদে থাকবে না।



লিভারের সমস্যা শুরুর পর্যায়ে থাকলে পেটে ব্যথা অনুভব করতে পারেন। বিশেষ করে তলপেটে।
ABP Ananda

লিভারের সমস্যা শুরুর পর্যায়ে থাকলে পেটে ব্যথা অনুভব করতে পারেন। বিশেষ করে তলপেটে।



ABP Ananda

লিভারের সমস্যা দেখা দিলে শুরুর দিকে আপনার ত্বকে তার প্রভাব পড়তে পারে। ত্বক ফ্যাকাশে হয়ে যেতে পারে।



ABP Ananda

চোখের চারপাশে যদি অস্বাভাবিক রকমের কালচে ছোপ দেখা যায়, তাহলে তার পিছনে লিভারের সমস্যা থাকতে পারে।



ABP Ananda

অনেকেরই শরীরেই অস্বাভাবিক ক্লান্তি দেখা যায়। এই ক্লান্ত, অবসন্ন, ঝিম ধরা ভাব লিভারের সমস্যার কারণে হতে পারে।



ABP Ananda

উল্লিখিত সব লক্ষণগুলি লিভারের সমস্যার প্রাথমিক উপসর্গ। এগুলি অবহেলা করলে লিভারের সমস্যা গুরুতর হবে।



ABP Ananda

অতএব এই সমস্ত লক্ষণ শরীরে দেখা দিলে কিন্তু একেবারেই অবহেলা করবেন না। তাহলে লিভারের গুরুতর রোগ শরীরে বাসা বাঁধবে।



ABP Ananda

উল্লিখিত উপসর্গগুলি শরীরে দেখা দিলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। একেবারেই অবহেলা করবেন না।