কিডনির সমস্যা কখন কীভাবে হয়, তা সাধারণত বোঝা যায় না

Published by: ABP Ananda

তবে শরীরের বেশ কিছু পরিবর্তন জানিয়ে দেয় কিডনির সমস্যা হতে পারে, যা আমরা অনেক সময়ই এড়িয়ে যাই

Published by: ABP Ananda

শরীরে টক্সিনের পরিমাণ বাড়তে থাকলে সবসময় ক্লান্ত বোধ হয়

Published by: ABP Ananda

ফ্লুইডের কারণে পায়ের পাতা, গোড়ালি, হাত সহ মুখের বিভিন্ন অংশ ফুলে যেতে পারে

Published by: ABP Ananda

শ্বাসযন্ত্রে ফ্লুইড জমে থাকার ফলে নিশ্বাস-প্রশ্বাস সমস্যা হয়

Published by: ABP Ananda

কিডনির আশেপাশে কোমড়ের নিচের দিকে অনেক সময় ব্যথা হতে পারে

Published by: ABP Ananda

কিডনির সমস্যা শুরু হলে হজমে সমস্যা হয়, এমনকী ঘন ঘন বমিও পায়

Published by: ABP Ananda

উচ্চ রক্তচাপ কিডনির সমস্যার আশঙ্কা এবং উপসর্গ হতে পারে

Published by: ABP Ananda

শরীরে টক্সিন বাড়তে থাকলে ত্বক শুকিয়ে যায় এবং চুলকায়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda