শীতকালে তো রোজই মেনুতে ফুলকপি থাকে। তখনও ডালনায় , কখনও ডালে।



শুধু সুস্বাদু নয়, স্বাস্থ্যের জন্যও উপকারী ফুলকপি ভিটামিন, মিনারেলের উৎস।



প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টের জোগান থাকে ফুলকপিতে।



তবে এই ফুলকপি কিছু মানুষের জন্য ক্ষতিকারক হতে পারে।



আসুন জেনে নেই কাদের ফুলকপি খাওয়া উচিত নয়।



গ্যাস, ব্লোটিং এবং অ্যাসিডিটির মতো সমস্যায় ফুলকপি খেলে ক্ষতি হতে পারে।



কিডনির অনেক অসুখে ফুলকপি খাওয়া মানা। যেমন কিডনি স্টোন থাকসে ফুলকপি খাওয়া উচিত নয়।



ফুলকপি খেলে T3 এবং T4 হরমোনের পরিমাণ বেড়ে যায়, যা থাইরয়েড বাড়ায়।



যাঁরা জয়েন্টের ব্যথআয় ভোগেন, তারা বেশি ফুলকপি খেলে ব্যথার সমস্যা বাড়তে পারে।



ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ।



প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন