মাটির নিচের এই সবজিতেই পাবেন দীর্ঘায়ু ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

রাঙা আলু মাটির নিচেই হয়ে থাকে, আলুর মতই।

Image Source: Freepik

গোলাপি রঙের এই আলু খেতে মিষ্টি, তাই একে অনেকে মিষ্টি আলু বলে।

Image Source: Freepik

এতে ভিটামিন এ, ভিটামিন সি, অ্যান্টি অক্সিড্যান্ট থাকে ভরপুর।

Image Source: Freepik

এই রাঙা আলুতেই দীর্ঘায়ুর রহস্য ?

Image Source: Freepik

সকালে রাঙা আলু খেলে সারা দিন এনার্জি থাকে।

Image Source: Freepik

এটি রক্ত শর্করা নিয়ন্ত্রণেও কাজে দেয়।

Image Source: Freepik

তবে শুধু রাঙা আলু খেলেই দীর্ঘায়ু লাভ হবে এমনটা নয়।

Image Source: Freepik

দীর্ঘ জীবন পাওয়ার জন্য নীরোগ শরীর দিতে পারে রাঙা আলুর পুষ্টিগুণ।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik