অনেকেই রাতে ভাত ও রুটি একসঙ্গে খান।
ABP Ananda

অনেকেই রাতে ভাত ও রুটি একসঙ্গে খান।



চাল-গম দুটিতেই ফাইবার, কার্বোহাইড্রেট রয়েছে।
ABP Ananda

চাল-গম দুটিতেই ফাইবার, কার্বোহাইড্রেট রয়েছে।



রুটির ফাইবার রক্তে শর্করার পরিমাণ কমায়।
ABP Ananda

রুটির ফাইবার রক্তে শর্করার পরিমাণ কমায়।



অন্যদিকে ভাতের ফাইবার শর্করা বাড়িয়ে দেয়।
ABP Ananda

অন্যদিকে ভাতের ফাইবার শর্করা বাড়িয়ে দেয়।



ABP Ananda

অনেক পুষ্টিবিদ জানান, দুটি একত্রে খেলে অসুবিধে হবে না।



ABP Ananda

আবার অনেকে বলেন, ভাত রুটি একসঙ্গে খেলে তা হজমে সমস্যা করে।



ABP Ananda

বদহজম কিংবা পেট ফেঁপে ওঠার মত সমস্যাও দেখা যায়।



ABP Ananda

চাল ও গম একে অপরের পুষ্টিগুণ শরীরে প্রবেশে বাধা দেয়।



ABP Ananda

তবে একসঙ্গে ভাত রুটি খেয়ে কোনও সমস্যা না হলে চিন্তার কিছু নেই।



ABP Ananda

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।