ডিমে আছে নতুন চুল গজানোর কার্যকরী উপাদান, প্রোটিন, বায়োটিন এবং ফ্যাটি অ্যাসিড যা ফলিকল শক্ত করে

প্রোটিন চুল খারাপ হয়ে গেলে তা ঠিক করে এবং বায়োটিন নতুন চুল গজাতে সাহায্য করে

চুলের ধরনে ইতিবাচক বদল আনে ডিম, চুলকে গোড়া থেকে কন্ডিশনিং করে

ডিমে উপস্থিত ফ্যাটি অ্যাসিড চুলকে ময়শ্চারাইজ করে এবং উজ্জ্বল করে

স্ক্যাল্পের প্রাকৃতিক তেলের কার্যকারিতা বৃদ্ধি করে ডিম, রুক্ষতা দূর করতে সাহায্য করে

ভিটামিন A, E যুক্ত ডিম যা স্ক্যাল্পে রক্ত সরবরাহ ঠিক রাখে তাতে চুল বাড়ে দ্রুত

চুলের ধরন অনুযায়ী ডিমের সাদা বা কুসুম ব্যবহার করতে হবে

ডিম ফেটিয়ে নিনে তাতে অলিভ মিশিয়ে স্ক্যাল্প এবং চুলে মেখে এক ঘণ্টা রেখে দিন, এরপর শ্যাম্পু করে ফেলুন

পরিমাণ মতো টক দইয়ের সঙ্গে ডিম মিশিয়ে নিতে হবে, চুলে মেখে রেখে দিন এক ঘণ্টা, শ্যাম্পু করে ফেলুন এরপর

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।