ঘষে মেজে দাগ তুললেও,
ABP Ananda

ঘষে মেজে দাগ তুললেও,
গন্ধ যায় না অনেক সময়


টিফিন বক্সের এই
ABP Ananda

টিফিন বক্সের এই
গন্ধ দূর করুন সহজে


ধোওয়ার পর ঢাকনা
ABP Ananda

ধোওয়ার পর ঢাকনা
খুলে রেখে দিন টিফিন বক্স


উল্টো করে নয়,
ABP Ananda

উল্টো করে নয়,
সোজা করে বসিয়ে রাখুন


ABP Ananda

আলুতে লবণ মাখিয়ে নিন,
ঘষে নিন টিফিন বক্সে


ABP Ananda

১০-১৫ মিনিটেই
গন্ধ চলে যাবে


ABP Ananda

টিফিন বক্সে জল নিয়ে
ভিজিয়ে রাখুন দারচিনি


ABP Ananda

১৫ মিনিট পর
ধুয়ে নিন গরম জলে


ABP Ananda

লেবুর খোসা দিয়ে
ঘসে নিতে পারেন টিফিন বক্স


কিছু ক্ষণ রেখে
ধুয়ে নিন ভাল করে


ভিনিগার ও জল মিশিয়ে
রাতভর টিফিন বক্সে রাখুন


সকালে ফেলে দিয়ে
ধুয়ে নিলেই হল