ঘষে মেজে দাগ তুললেও,
গন্ধ যায় না অনেক সময়


টিফিন বক্সের এই
গন্ধ দূর করুন সহজে


ধোওয়ার পর ঢাকনা
খুলে রেখে দিন টিফিন বক্স


উল্টো করে নয়,
সোজা করে বসিয়ে রাখুন


আলুতে লবণ মাখিয়ে নিন,
ঘষে নিন টিফিন বক্সে


১০-১৫ মিনিটেই
গন্ধ চলে যাবে


টিফিন বক্সে জল নিয়ে
ভিজিয়ে রাখুন দারচিনি


১৫ মিনিট পর
ধুয়ে নিন গরম জলে


লেবুর খোসা দিয়ে
ঘসে নিতে পারেন টিফিন বক্স


কিছু ক্ষণ রেখে
ধুয়ে নিন ভাল করে


ভিনিগার ও জল মিশিয়ে
রাতভর টিফিন বক্সে রাখুন


সকালে ফেলে দিয়ে
ধুয়ে নিলেই হল