অনেকেই কুসুম খেতে চান না, যার একাধিক কারণ রয়েছে

Published by: ABP Ananda

তবে এই কুসুমের মধ্যে রয়েছে একাধিক পুষ্টিগুণ, যা শরীরের প্রয়োজন

Published by: ABP Ananda

কোলিনে রয়েছে অপরিহার্য ভিটামিন যা মস্তিষ্কের স্বাস্থ্য এবং কোষের জন্য গুরুত্বপূর্ণ

Published by: ABP Ananda

কুসুমে উপস্থিত ভিটামিন D ক্যালসিয়াম শোষণ করতে এবং হাড়ের স্বাস্থ্যের জন্য কার্যকরী

Published by: ABP Ananda

ফসভিটিন জাতীয় প্রোটিন প্রদাহ কমাতে এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে

Published by: ABP Ananda

কুসুমে উপস্থিত B12 শরীরে সরাসরি দ্রুত শোষণ হয়

Published by: ABP Ananda

ভিটামিন B9-এর প্রাকৃতিক রূপ ফোলেট ভ্রূণের বিকাশ ঘটাতে সাহায্য করে

Published by: ABP Ananda

পর্যাপ্ত পরিমাণে আয়রন রয়েছে ডিমের কুসুমে, যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে

Published by: ABP Ananda

ডিমের সাদা অংশের চেয়ে ডিমের কুসুমে বেশি প্রোটিন থাকে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda