Image Source: Freepik

ঢেকুর কমবেশি সকলেই তোলেন। অনেকের ক্ষেত্রে ঘন ঘন ঢেকুর ওঠে।

Image Source: Freepik

এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। খাবার খাওয়ার সময় কথা বললে বায়ু পেটে ঢোকে।

Image Source: Freepik

ঢেকুরের মূল কারণ অতিরিক্ত বায়ু গিলে ফেলা। যা পরে উর্দ্ধপানেই বেরিয়ে যায়।

Image Source: Freepik

এই বায়ু খাদ্যতন্ত্রের উপরিভাগে জমতে থাকে। যা পরে বেরিয়ে যায় ঢেকুর হয়ে।

Image Source: Freepik

অনেক সময় দ্রুত খেলেও বায়ু একই ভাবে পেটে ঢুকে যায়।

Image Source: Freepik

ধূমপান করলে ঢেকুরের সম্ভাবনা বাড়ে। অন্যদিকে অ্যাডেড সুগারজাতীয় খাবার যেমন লজেন্স, ঠান্ডা পানীয় এর জন্য দায়ী।

Image Source: Freepik

এছাড়াও বেশ কিছু শারীরিক রোগের কারণে ঢেকুর উঠতে পারে।

Image Source: Freepik

বাড়াবাড়িরকম গ্যাসের সমস্যা থাকলে ঢেকুর উঠতে পারে। যেমন গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিজিজ দায়ী।

Image Source: Freepik

পেটে ব্যাকটেরিয়ার সংক্রমণ হলেও ঢেকুর ওঠে।

Image Source: Freepik

বিশেষজ্ঞদের মতে, দিনে কমবেশি ৩০ বার ঢেকুর তোলা স্বাভাবিক।