Image Source: Freepik

অনেকে সকালে ঘুম ভাঙলেই প্রথমে চা বিস্কুট খান। এর বেশ কিছু উপকার রয়েছে।

Image Source: Freepik

সকালের চা সারাদিনের কাজের এনার্জি জোগায়।

Image Source: Freepik

গ্রিন টি খেলে আরও ভাল। এটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে।

Image Source: Freepik

ঘুম ভাঙলেও অনেক সময় ঝিমুনি ভাব কাটতে চায় না। চা সেই সময় মোক্ষম দাওয়াই।

Image Source: Freepik

বিস্কুট মূলত কার্বোহাইড্রেটের ভান্ডার। কার্ব শরীরে শক্তি জোগায়।

Image Source: Freepik

তবে এটি একটি প্রসেসড খাবার। অর্থাৎ কারখানায় তৈরি।

Image Source: Freepik

তাই এই ধরনের খাবারে ওজন বাড়ার আশঙ্কা থাকে। অ্যাসিডিটিও হতে পারে।

Image Source: Freepik

অন্যদিকে দুধ চা ও চিনিও অ্যাসিডিটির কারণ হতে পারে।

Image Source: Freepik

ডায়াবেটিস রোগীদের সকালে বিস্কুট না খাওয়াই ভাল। রক্তে সুগার মাত্রা বেড়ে যেতে পারে।

Image Source: Freepik

তাই চিনি ছাড়া লিকার চা সকালের জন্য ভাল। গ্রিন টি হলে তো কথাই নেই।