সবসময় অস্বস্তি, খারাপ মেজাজ ! এই ভিটামিনের বাড়বাড়ন্ত নয় তো ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

আপনার শরীরে ভিটামিন বেশি হলেও ক্ষতি, কম হলেও বিপদ।

Image Source: Freepik

এমন এক ভিটামিন বেশি জমলে আপনার লিভার নষ্ট হতে পারে।

Image Source: Freepik

শরীরে ভিটামিন এ বেশি জমলে একে বলে ভিটামিন এ টক্সিসিটি।

Image Source: Freepik

একে চিকিৎসার পরিভাষায় হাইপারভিটামিনোসিস এ বলা হয়।

Image Source: Freepik

এর ফলে লিভারের ক্ষতি, অস্টিওপোরোসিস, এমনকী কিডনিরও ক্ষতি হতে পারে।

Image Source: Freepik

ভিটামিন এ-র আধিক্য হলে সবসময় অস্বস্তি, খারাপ মেজাজ থাকবে।

Image Source: Freepik

নখ ফেটে যেতে পারে, কমে যেতে পারে খিদে।

Image Source: Freepik

চুল পড়া, মাথার খুলির পুরুত্ব কমে যাওয়ার মত সমস্যাও দেখা যায়।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।