বেশিরভাগ ক্ষেত্রে মানুষ হাইজিন অর্থাৎ পরিচ্ছন্নতা নিয়ে চিন্তা করেন
অনেক সময় এমন হয় মানুষ ট্রাভেল করার সময় হাইজিনের কারণে বাইরে শৌচালয় ব্যবহার করেন না
এই পরিস্থিতিতে তাঁরা প্রায়ই প্রস্রাব আটকে রাখেন
যদিও এমনটা করলে শরীরে অনেক রোগ দেখা দিতে পারে
চলুন জেনে নেওয়া যাক, একজন সুস্থ মানুষ দিনে কতবার টয়লেট যান...
একজন সুস্থ মানুষ দিনে ৬-৭ বার টয়লেট যান
কেউ দিনে ১০ বার প্রস্রাব করতে গেলে তাও নর্মাল
তবে, যেসব মহিলা অন্তঃসত্ত্বা, তাঁদের দিনে বেশ কয়েকবার টয়লেট যাওয়ার প্রয়োজন পড়ে
এমনটা হয় কারণ এই সময়ে মহিলাদের শরীরে হরমোনাল পরিবর্তন আসে(ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন)