খুশি থাকা মানেই তার বাহ্যিক প্রকাশ থাকবে এমনটা নয়

Published by: ABP Ananda

খুশি থাকার অর্থ অভ্যাস, মানসিকতার পরিবর্তন করে সার্বিকভাবে ভাল থাকার পথ খোঁজা

Published by: ABP Ananda

শরীরচর্চা মেজাজের উপর প্রত্যক্ষ প্রভাব ফেলে, জিম করা, যোগাসন বা সাধারণ শরীরচর্চার মাধ্যমে মানিসক চাপ কমিয়ে খুশি থাকতে পারবেন

Published by: ABP Ananda

কৃতজ্ঞতাবোধ প্রকাশ করতে হবে, যেসব জিনিস জীবনে থাকার জন্য উপকৃত হয়েছেন তার প্রতি ধন্যবাদ প্রকাশ করা প্রয়োজন

Published by: ABP Ananda

দিনভর খেতে হবে স্বাস্থ্যকর খাবার, তাতে সার্বিকভাবে সুস্থ থাকবেন

Published by: ABP Ananda

সকাল সকাল হাঁটার অভ্যাস করলে মন শান্ত হতে পারে, দিনভর কাজের এনার্জি পাওয়া যায়

Published by: ABP Ananda

বিশেষত যাঁদের ওয়ার্ক ফ্রম হোম রয়েছে, তাঁরা অনেক বেশি আরামদায়ক অবস্থায় থাকেন

Published by: ABP Ananda

বাইরের ঝামেলা থেকে দূরে থাকা এবং মন শান্ত রাখার সহজ উপায় ধ্যান করা, এতে উদ্বেগ নিয়ন্ত্রণে থাকে

Published by: ABP Ananda

রাতে পর্যাপ্ত ঘুম প্রয়োজন, তাতে নিজের আচার আচরণ এবং আবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda