চোখের তলায় কালি পড়েছে ? দূর করবে শসা
ছবি- ফ্রিপিক


চোখ ব্যথা, অনেকক্ষণ কাজ করে চোখ জ্বালা ? নিরাময় শসাতেই



চোখ ও ত্বক ভাল রাখতে শসার জুড়ি নেই।



চোখের উপর শসা গোল করে কেটে অনেকেই রেখে দেন।



শসায় যে ভিটামিন ও খনিজ থাকে তা দৃষ্টিশক্তি বাড়ায়।



চোখের শুষ্কভাব দূর করে শসা।



এর প্রদাহনাশক উপাদান চোখের ব্যথা কমাতে সাহায্য করে।



চোখের ফোলা ভাবও কমায় শসার টুকরো।



তাছাড়া চোখের তলায় কালি পড়লে সেই দাগও দূর হয় শসার ব্যবহারে।



ফ্রিজে রাখা শসার টুকরো চোখে দিলে নিমেষে দূর হয় সব ক্লান্তি।